হে বঙ্গ জননী তোমার চলার পথ
রক্তে আঁকা আলপনা
সেই আলপনার পথ ধরে
তুমি হেঁটে চলেছো
মুক্তির ঠিকানায়।
কবিগুরুর সোনার বাংলা,
নজরুলের সেই বিদ্রোহী বাংলা
জীবনানন্দের হে রূপসী বাংলা
তোমার শ্যামল বুকে আজো ঘুমায় লালন
পাগলা কানাই।
সেই মাটিতে শুয়ে আছে
ক্ষুদিরাম,
সূর্যসেন, প্রীতিলতা
এই মাটিতেই মুকুন্দ
দাসের স্বদেশী সুর শুনতে পাই।
অবিরাম তোমার চলা
কখনো রণরঙ্গিনী
মুষ্টিবদ্ধা
আবার কখনো
বাউলের একতারা
সেই বাহান্নো থেকে
তোমার চলা শুরু
একটি প্রাণবন্ত রক্তনদী
শহীদ বরকত রফিক
জব্বার তোমার পথ কে
করে দিলো রক্ত পিচ্ছিল
আসাদ মতিউর রওশনারা
রফিক জব্বার
নামক পার গুলো ভেঙ্গে
ভেঙ্গে তুমি রক্তনদী বেয়ে
পৌঁছেছো আজ
মুক্তির ঠিকানায়।