টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
আফগানিস্তানে তিন নারী স্বাস্থ্যকর্মীকে হত্যা

আফগানিস্তানে তিন নারী স্বাস্থ্যকর্মীকে হত্যা

তিন নারী সংবাদকর্মীকে হত্যার রেশ কাটতে না কাটতেই আফগানিস্তানে তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে দেশটির নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের সদর দপ্তরের গেটে এ বিস্ফোরণ ঘটে। দুটি পৃথক স্থানে গুলি করা হয় জানিয়ে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচির প্রধান গোলাম দস্তগীর নাজারি জানান, তাদের ভেতর একজন ছিলেন পোলিও টিকাদান কর্মসূচির সুপারভাইজার এবং বাকি দুজন স্বেচ্ছাসেবী। এসব হামলার পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত নয়। তালেবান মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, চলতি মাসেই জালালাবাদে তিন নারী সংবাদকর্মীকে হত্যা করা হয়। এ হামলার দায় স্বীকার করেছিল আইএস।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital