নিহতের নাম গোলাপী খাতুন (১৮)। সে উপজেলার ছাইকোলা সরদারপাড়া গ্রামের রফিকুল ইসলাম কালুর মেয়ে। নিহত গোলাপী খাতুন ছাইকোলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, গোলাপী সোমবার বিকেলে সবার অগোচরে নিজ শোবার ঘরের আড়ের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।