টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বেলারুশ নাগরিকের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বেলারুশ নাগরিকের মৃত্যু

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক বেলারুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম হানচারাও আলিয়াকসান্দ্র (৫৮)। বুধবার রাতে তিনি মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হানচারাও আলিয়াকসান্দ্র রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিকিমট-এটমস্ট্রো’তে কর্মরত ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির একটি কক্ষে থাকতেন।

জানা গেছে, গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫৪ নম্বর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, মৃতদেহটি পাবনা জেনারেল হাসপাতালের হিমাগারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পরে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে তার দেশে পাঠানো হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital