টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত

সোমবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। শনিবার আন্তমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সাংবাদিকদের বলেন, যেহেতু সারা দেশে এক সপ্তাহ লকডাউন থাকবে, এ জন্য অভ্যন্তরীণ পথে বিমান চলাচলও বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করবে।

সরকারের লকডাউন-সংক্রান্ত নির্দেশনা মেনে এটি করা হয়েছে বলেও জানান তিনি। পরিস্থিতি বুঝে পরবর্তী সময়ে অভ্যন্তরীণ পথে বিমান চলাচল আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা সংক্রমণ বাড়ায় গত বছরের ২৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এ বছর দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৯ মার্চ জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দিয়ে পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

এদিকে সোমবার থেকে নতুন করে লকডাউনের পরিকল্পনাও নিয়েছে সরকার। লকডাউন শুরুর আগেই বিমান চলাচল নিয়ে এ সিদ্ধান্ত এলো।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital