টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ধর্মপাশায় নদী থেকে উঠছে গ্যাস জ্বলছে আগুন আতংকে এলাকাবাসী

ধর্মপাশায় নদী থেকে উঠছে গ্যাস জ্বলছে আগুন আতংকে এলাকাবাসী

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাকইকুরাটি ইউনিয়নের বালিয়া গ্রামের মাঝের হাটি সংলগ্ন কলমা নদীতে হঠাৎ করেই গ্যাস উদ্বগীরণ শুরু হয়েছে।

শনিবার  সকাল থেকে গ্যাসের বুদবুদ দেখে স্থানীয় এলাকাবাসী সেখানে কৌতুহল নিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীর পাড়ের বাসিন্দারা। স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে নদীর পাড়ের লোকজন আপাতত সেখানে যাওয়া বন্ধ রেখেছেন।

এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে অবগত করলেও দুপুর আড়াইটা পর্যন্ত প্রশাসনের কেউ সেখানে যায়নি। বালিয়া গ্রামের মাঝের হাটির বাসিন্দা শ্যামল চন্দ্র সরকার জানান, তাঁর বাড়ির পেছনে কলমা নদীটি শুকিয়ে গেছে। সেখানে গ্রামের ছেলে মেয়েরা খেলাধুলা করে। খেলাধুলার সময় কেউ দেখে যে নদী থেকে বুদবুদ উঠছে।

বিষয়টি গ্রামে জানাজানি হলে শনিবার সকালে সেখানে গিয়ে কৌতুহলবশত কেউ একটি পাইপ বসিয়ে পাইপের মুখে দিয়শলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। সকাল থেকে সেখানে আগুন জ্বলতে থাকলে দুপুর দুইটার দিকে স্থানীয়রা আগুন নিভিয়ে দেয়। পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বলেন, ‘দুর্ঘটনা এড়াতে এলাকাবাসীকে ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে গ্যাসের পরিমাণ কম। তবুও দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ধর্মপাশা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital