শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। ডাক্তার আরশাদ মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি হাবিব ফার্মেসীর পরিচালক ও একটি চেম্বার পরিচালনা করতেন।
কোভিড ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার জানান, ‘ডা. আরশাদ ইকবাল আমার পূর্বপরিচিত ছিলেন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্টসহ আশঙ্কাজনক অবস্থায় তাকে পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ থেকে আমাদের হাসপাতালে নিয়ে আসেন।পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।