সুনামগঞ্জের ভাটির রাজধানীর প্রত্যন্ত অঞ্চলের হাওর পাড়ের মানুষের ধারপ্রান্তে এবার লাগবে উন্নয়নের চোয়া, এমনটাই আশা করছে এলাকাবাসী আবাল বৃদ্ধ জনতার কাংখিত লালিত স্বপ্ন দির্ঘদিনের প্রাণের দাবীর লক্ষ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুশাসনে শিগগিরই মধ্যনগর উপজেলা বাস্তবায়ন হবে, প্রকল্প পরিদর্শন কালে এসব কথা বলেন এম পি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এছাড়াও ইতিমধ্যে মধ্যনগর দৃশ্য মান উন্নয়ন কাজের পরিকল্পিত উদ্যোগও নিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের এম পি রতন,তিনি মধ্যনগর পানি উন্নয়ন বোর্ডের গোড়াডোবা উপ প্রকল্পের হাওর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন কালে প্রতিনিধিকে জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুশাসনের সিদ্ধান্ত মোতাবেক কিছু দিনের মধ্যে মধ্যনগরকে উপজেলায় রুপান্তরিত করা হবে। সল্প সময়ের মধ্যে ডিগ্রি কলেজ স্থাপনায় জায়গা নির্ধারণ করা হয়েছে এবং অতি দ্রুত ১০০ ষর্য্য বিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হবে।
আরও উল্লেখ করে বলেন, বাইপাস রাস্তা সহ অলওবার রাস্তা গলহা পর্যন্ত নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছেন এবং মধ্যনগর হাওর জনপদে বিভিন্ন কর্মসূচির পরিকল্পিত উন্নয়ন কাজ চলমান থাকবে।