টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মধুমালা বিবির মৃত্যুতে বার্লিন বিএনপির শোক

মধুমালা বিবির মৃত্যুতে বার্লিন বিএনপির শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জার্মান শাখার সভাপতি জনাব আকুল মিয়া’র মাতা মধুমালা বিবি’র মৃত্যুতে শোক জানিয়েছেন বার্লিন জাতীয়তাবাদী দল বিএনপি।

এক শোক বার্তায় বলা হয়, সংগঠনের সভাপতি মো. জসিম সিকদার ও সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারীসহ সংগঠনের অন্যান নেতৃবৃন্দ জার্মান বিএনপির শাখার সভাপতি আকুল মিয়ার মাতার মৃত্যুতে বার্লিন বিএনপি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জার্মান শাখার সভাপতি জনাব আকুল মিয়ার মাতা জনাবা মধুমালা বিবি’র মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। জানাজা শেষে তার মরদেহ সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাতিয়া গ্রামেই দাফন করা হবে। মরহুমার মৃত্যুতে তার রুহের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে ।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital