জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত নগরীর নতুন বাজার এবং কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১৫ ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ১শ’ ৫০ টাকা জরিমানা আদায় করেন।
আরাফাত হোসেনের ভ্রাম্যমাণ আদালত নগরীর নথুল্লাবাদ এবং চৌমাথা এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১১ ব্যক্তির কাছ থেকে ২ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন।
পৃথক ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় করোনা সংক্রামণ রোধে জনসাধারণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন এবং জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।