টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ফুটবলে পাঁচ খেলোয়াড় বদলের আইন

ফুটবলে পাঁচ খেলোয়াড় বদলের আইন

আসন্ন ইউরোতে পাঁচজন খেলোয়াড় বদলির আইন প্রযোজ্য হবে বলে ঘোষণা দিয়েছে উয়েফা।

আগামী অক্টোবরে নেশনস লিগের ফাইনাল ও আগামী বছর মার্চে রেলিগেশন প্লে-আউটসেও এই আইন প্রযোজ্য হবে। এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এসব জানিয়েছে।
এর আগে পাঁচ খেলোয়াড় বদলির আইন বিশ্বকাপ বাছাইপর্বে প্রয়োগ করা হয়েছে যা, ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত চলবে। এখন এই আইন ইউরো টুর্নামেন্টেও প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে। করোনা মহামারির কারণে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডার ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঁচজন খেলোয়াড় বদলির আইন এখনো পর্যন্ত বহাল রয়েছে।

এর মধ্যেই তিনজনের পরিবর্তে পাঁচজন খেলোয়াড় পরিবর্তনের আইনটি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে প্রয়োগ করা হয়েছে। এ ছাড়াও ঘরোয়া বিভিন্ন প্রতিযোগিতায়ও এই আইন ব্যবহৃত হচ্ছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital