রোববার সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে করে সকাল পৌনে ১১টার দিকে ঢাকায় পা রাখে বাংলাদেশ দল। প্রায় দেড় মাস পর দেশে ফিরল লাল-সবুজের দল।
এদিকে ওয়ানডে সিরিজ শেষে আগেই দেশে ফিরেছিলেন তামিম ইকবাল ও হাসান মাহমুদ। এবার টি-টোয়েন্টি শেষে দলের বাকিরা দেশে ফিরলেন।
প্রসঙ্গত, দেশে ফিরলেও আপাতত বসে থাকার সুযোগ নেই ক্রিকেটারদের। এই মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আগামী ২১ এপ্রিল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। তাই এবার লঙ্কা সফরের জন্য প্রস্তুত হতে হবে লাল-সুবজদের।