টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পাবনায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ ও ব্যাভিচারীর সাথে জরিত ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাবনায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ ও ব্যাভিচারীর সাথে জরিত ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের এক নারীর অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

৩ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৩টায় চাটমোহর ষ্টার হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন হান্ডিয়াল বল্লভপুর গ্রামের এস এম মেহেদী হাসান নয়ন। লিখিত বক্তব্যে বলা হয়, হান্ডিয়াল ইউনিয়নের নতুন বল্লভপুর গ্রামের আঃ রাজ্জাকের মেয়ে রাজিয়া খাতুন রিনা তার বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ছেলেদের তার প্রেমের ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নেওয়াসহ নানাভাবে হয়রানী করে। সস্প্রতি চাটমোহর পৌরসভার বালুচর মহল্লার এক ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করার দাবি তুলেছে। কয়েকবার ওই ছেলের বাড়িতে এসে অপ্রীতিকর পরিস্থি’তির সৃষ্টি করেছে। একাধিকবার বিয়ে হওয়া ওই নারী এখন নানা কৌশলে এলাকার মানুষকে হয়রানী করছে। এলাকার কিছু সুবিধাবাদী ব্যক্তি তাকে উস্কে দিচ্ছে। তার বাড়িটি এখন দেহ ব্যবসার আখড়ায় পরিণত হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ ধরণের ঘটনায় গ্রামবাসী এখন আতংকিত হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে হান্ডিয়াল ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ হনুফা খাতুন, বল্লভপুর গ্রামের নার্গিস সরকার মতিজান, মোঃ কোরবান আলী, জাহাঙ্গীর আলম, মামুন সরকার, আদম আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আনীত অভিযোগের বিষয়ে রাজিয়া খাতুন রিনার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital