শনিবার সন্ধ্যায় উপজেলার দোহাকুলা ইউনিয়নের বহরমপুরে এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম ওই ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত মহতাব শিকদারের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, এদিন মাগরিবের নামাজের কিছু সময় পর সন্ধ্যা ৭ টার দিকে ইব্রাহিম বহরমপুর বাজার সংলগ্ন এনবিকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওইসময় সাত-আটজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বাঘারপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুস্তাক আহমেদ জানান, আহত ইব্রাহিমের দু’ পায়ে গুরুতর আঘাত লেগেছে। ডান পায়ে রক্ত ঝরছিল। ডান পা ভেঙে গেছে। যে কারনে দ্রুত যশোর পাঠানো হয়েছে।’
দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার বলেন,‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুণ অধিকারীর লোকজন ইব্রাহিমের ওপর হামলা চালিয়ে পা ভেঙে দিয়েছে।’
এ ব্যাপারে জানতে অরুণ অধিকারীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি তা রিসিভ করেননি।