টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মামুনুল হক কে নিয়ে ফেইসবুকে আপত্তিকর পোষ্ট যুবলীগ নেতা আটক

মামুনুল হক কে নিয়ে ফেইসবুকে আপত্তিকর পোষ্ট যুবলীগ নেতা আটক

হেফাজত ইসমের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মামুনুল হককে নিয়ে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক নারীর ছবি সংবলিত আপত্তিকর পোষ্ট করায়,আজ রবিবার (৪,এপ্রিল) সুনামগঞ্জের তাহিরপুরে এমাদ আহমেদ জয় নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

আটককৃত যুবলীগ নেতা এমাদ উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
রোববার বিকেলে ইসসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ সুজন গণমাধ্যম কে জানান,শনিবার বিকেলে কথিত এক নারীর ছবির সাথে হেফাজত প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপক্তির মন্তব্য জুড়ে এমাদ তার নিজের ফেসবুক আইডিতে একটি ষ্ট্যাটাস পোষ্ট করেন। এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশেকে অবহিত করা হয়।
পরবর্তীতে রোববার বেলা পৌনে দুটার দিকে থানা পুলিশ উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট –সুনামগঞ্জ সড়ক হতে এমাদকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো:আব্দুল লতিফ তরফদার,গণমাধ্যম কে জানান গণ বিশৃংখলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবককে আটক করে আপাতত পুলিশী হেফাজতে নেয়া হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।ওসি আরো বলেন ,রবিবার দুপুরে আলেম সমাজের নেতৃস্থানীয়দের নিয়ে থানায় মতবিনিময় করি। এ নিয়ে পরবর্তীতে যে কোন ধরণের বিশৃংখলা এড়াতে  নিজ নিজ অবস্থান হতে সবাই সহোগীতা করবেন বলে পুলিশকে আশ্বস্ত  করেছেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital