টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট

করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট

দুই ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

এক টুইট বার্তায় তিনি বলেন, শরীরে ৯৯ ফারেনহাইট তাপমাত্রা ও সামান্য মাথাব্যথা নিয়ে আমি আজ করোনা পরীক্ষা করেছি। ফলাফল পজিটিভ।

এদিনই তিনি ৬২ বছর বয়সে পা রেখেছেন। সতর্কতা হিসেবে আগে থেকেই আইসোলেশানে ছিলেন। তবে শারিরীকভাবে ভালো আছেন।

তিনি রেডিও ৭৫০ কে জানান, কিভাবে তিনি সংক্রমিত হয়েছেন তা বলতে পারছেন না। তিনি বলেন, আমি নিজের খুব যত্ন নেই। ভ্যাকসিন না নিলে আমাকে হয়তো খারাপ সময় পার করতে হতো।

প্রেসিডেন্ট দপ্তর সূত্র এএফপি’কে বলেছে, ফার্নান্দেজ রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ টিকা গ্রহণ করেন এবং গত ১১ ফেব্রুয়ারি তিনি তার দ্বিতীয় ডোজ নেন।

আর্জেন্টিনায় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে এবং এটি উর্ধ্বমুখী। চার কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশটিতে ২৩ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত এবং ৫৬ হাজারেরও বেশি লোক মারা গেছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital