করোনা প্রতিরোধক কার্যক্রম জোরদার করতে মাঠে নেমেছেন প্রেসক্লাবের সকল সদস্যগণ। প্রেসক্লাবের সভাপতি মোঃ রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে পৌরসভার থানা বাজারের বিভিন্ন এলাকায় গণসচেতনতায় বিভিন্ন দোকানদার ও জনসাধারণকে মাস্ক বিতরণ করা হয়েছে।
৫ এপ্রিল সোমবার সকাল ১০টায় চাটমোহর পুরাতন বাজার ও থানা মোড়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানোর পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। প্রেসক্লাবের সভাপতি করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরার আহবান জানান এবং স্বাস্থ্যবিধি ও সরকারি সকল সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জীত সাহা কিংশুক, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক মোঃ হেলালুর রহমান জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম মাস্টার, প্রভাষক ইকবাল কবির রনজুসহ সকল সদস্য বৃন্দ।