রোববার নমুনা পরীক্ষায় তার দেহে করোনা পজেটিভ ধরা পড়ে।
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই শুকনো কাশি হচ্ছিলো। দুইদিন ধরে জ্বরেও ভুগছিলেন তিনি এবং ঘুমে সমস্যা হচ্ছিলো।
এসব লক্ষণ দেখা দিলে রোববার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় দেয়া হয়। সন্ধ্যায় নমুনায় ফলে করোনা পজেটিভ হওয়ার খবর পান তিনি। এরপর থেকে হোম আইসোলেশনে রয়েছেন।
এছাড়া জেলা প্রশাসকের পরিবারের অন্যদের নমুনাও পরীক্ষার জন্য দেয়া হয়েছে। তাদের রেজাল্ট এখনও পাইনি।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সহকর্মীদের নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসক করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান খবরের সত্যতা স্বীকার করে জানান, রোববারে (বিগত ২৪ ঘণ্টার) প্রকাশিত তথ্যে গাজীপুরে ২৭২ জনের নমুনায় ৬৪ জনের মধ্যে করোনা পজেটিভ হয়। এ যাবৎ গাজীপুরে ৮ হাজার ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৭ হাজার ৩৬৬ জন রোগমুক্ত হয়েছেন এবং ১৪১ জন মারা গেছেন।