সম্প্রতি এক পত্রে ড. মোমেনকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ও মতবিনিময়ে তিনি আনন্দিত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুল ইসলাম সাক্ষরিত পত্রে আরো বলা হয়েছে, অত্যন্ত আকর্ষণীয়ভাবে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।