টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
রণবীর কাপুর করোনামুক্ত

রণবীর কাপুর করোনামুক্ত

৯ মার্চ শোনা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। এ অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছিলেন তাঁর মা নীতু কাপুর। সম্প্রতি জানা গেল, করোনামুক্ত হয়েছেন রণবীর। গত শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচা রণধীর কাপুর।

ভারতের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণধীর জানিয়েছেন, রণবীর করোনামুক্ত। তিনি বলেন, ‘রণবীর এখন পুরোপুরি সুস্থ। আমার সঙ্গে তার দেখা হয়েছে।’ তবে রণবীর যে সুস্থ হয়ে উঠেছেন, তার আভাস ভক্তরা আগেই পেয়েছিলেন।

রণবীরের বোন রিধিমা কাপুর সাহানি গত বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেন তাঁর ভক্তদের জন্য। সেখানে দেখা যায়, মাস্ক পরে রয়েছেন রিধিমা এবং তাঁর পাশে চশমা পরে বসে আছেন রণবীর। প্রয়াত অভিনেতা ও রণবীর-রিধিমার বাবা ঋষি কাপুরের আত্মার শান্তি কামনায় পূজার আয়োজন করেছিল কাপুর পরিবার। সেখানেও উপস্থিত ছিলেন রণবীর।

বিজ্ঞাপন
পিকে ছবির সিক্যুয়েলে দেখা যাবে রণবীরকে

পিকে ছবির সিক্যুয়েলে দেখা যাবে রণবীরকে
সংগৃহীত

আক্রান্ত হওয়ার পর বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন রণবীর। চিকিৎসকদের পরামর্শ মেনে চলেছেন। বড় রকমের কোনো শারীরিক অসুস্থতা ছিল না তাঁর।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital