সোমবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ছাগলাদহ ইউনিয়নের আড়কান্দী গ্রামে দাদীর কাছে ঘুমিয়ে ছিল পাঁচ বছরের শিশু তানিশা আক্তার। সেখান থেকে সৎ মা মুক্তা খাতুন তাকে উঠিয়ে নিজের কাছে নিয়ে যান। পরে রাত ১০টার দিকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়।
ঘটনাস্থল থেকে শিশুটির সৎ মা মুক্তা খাতুনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্রটিও।