মঙ্গলবার বিকেলে মনিরুল ইসলাম মনিকে (২৮) বড় ভাই মানিক হোসেন ও তার স্ত্রী পিটিয়ে হত্যা করে বলে জানা যায়। মনিরুল ইসলাম মনি রয়না এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় মনির সৎ বোন উম্মে হানি ও ভাই মানিক হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।
এলাকাবাসীরা জানান, ২ হাজার টাকা সুদের জের ধরে দুই ভাইয়ের বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার বিকেলে সুদের টাকার জন্য বড় ভাইয়ের স্ত্রী দেবরের বাড়ি থেকে ছাগল নিয়ে আসে। সেই সময় মনি ছাগল ফেরত আনতে গেলে দুই ভাইয়ের মধ্যে মারামারি বেধে যায়। পরে বড় ভাই মানিক ও তার স্ত্রী মিলে পিটিয়ে হত্যা করে মনিকে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ জার্নালকে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।