পরিবারের সূত্রে জানা গেছে, গৃহবধূ জুলেখা খাতুন পারিবারিক কলহের কারণে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সবার অগোচরে নিজ শোবার ঘরের আড়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুলেখার লাশ উদ্ধার করেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, নিজ শোবার ঘর থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ৬ এপ্রিল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।