এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৭ হাজার ৬২৬ জন। শনাক্তের এ সংখ্যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৬৩০ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক শূন্য ২ শতাংশ।
এর আগে মঙ্গলবার করোনায় ৬৬ জনের মৃত্যু হয়; যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া মঙ্গলবার করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হন ৭ হাজার ২১৩ জন। এর আগে ৪ এপ্রিল ৭ হাজার ৮৭ জন রোগী শনাক্ত হয়েছিলো। গত সোমবার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ৭৫ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জন। টানা চারদিন ধরে দেশে করোনায় শনাক্ত ৭ হাজারের ওপরে।