টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
চমক দেখালেন সাকিব

চমক দেখালেন সাকিব

আগামী ৯ এপ্রিল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুম। আইপিএলে এবার নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

আইপিএল শুরুর আগে নিজেদের মধ্যে তিনটি অনুশীলন ম্যাচ খেলে কেকেআর। কোয়ারেন্টোইনে থাকায় প্রথম ম্যাচে ছিলেন না সাকিব। দ্বিতীয় ম্যাচে থাকলেও, মনে রাখার মতো কোন পারফরম্যান্স করতে পারেন নি বিশ্ব সেরা ওয়ানডে অলরাউন্ডার। তবে, তৃতীয় ম্যাচে এসে নিজের মুন্সিয়ানা দেখালেন সাকিব।

এদিন নিতীশ রানা ও বেন কাটিংয়ের নেতৃত্বে গা গরম ম্যাচ খেলতে নামেন সাকিব, হরভজন সিংরা। সাকিবের গোল্ড দলের নেতৃত্ব দেন রানা, পার্পেল দলের অধিনায়কের দায়িত্ব সামলান বেন কাটিং। ম্যাচে পার্পেল দল আগে ব্যাটিং করে একেবারেই সুবিধা করতে পারেনি। গুটিয়ে গেছে মাত্র ১১৩ রানে।

গোল্ড দলের সাকিব, রানা, মাভিদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেননি টিম সেইফার্ট, রাহুল ত্রিপাটি, গুরকিরাত মানরা। ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে মোটে ৮ রান দেন সাকিব। ১ ওভার মেইডেনের সঙ্গে তুলে নেন ২ উইকেট। নিজের দ্বিতীয় ওভারে ফেরান ওপেনার সেইফার্টকে।

চতুর্থ ওভারে সাকিবের শিকার পবন নেগি। এছাড়াও তৃতীয় ওভারে কাটিংকে রান আউট করেন সাকিব। ২৪টি বলের মধ্যে ১৯টি বলই ডট দেন তিনি।

এরপর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন সাকিব। তবে থিতু হতে পারেননি। সমান একটি করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৭ রান করেন বাংলাদেশি অলরাউন্ডার।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital