বুধবার রাতে মদনপুরের আন্দিরপাড় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন ধরে পারিবারিক ঘটনার জেরে তোতা মিয়ার ছেলে আলিম ও সেলিমের সঙ্গে জুয়েল ও সোহেলের বিরোধী চলছিলো। বিরোধের জের ধরে বুধবার রাতে মদনপুরে জুয়েলকে ছুরিকাঘাত করে আলিম ও সেলিমসহ কয়েকজন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান জুয়েল।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, তুচ্ছ ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।