টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ছবি তোলায় সাংবাদিকদের ওপর চড়াও হলেন মুসল্লিরা

ছবি তোলায় সাংবাদিকদের ওপর চড়াও হলেন মুসল্লিরা

হেফাযতসহ মুসল্লিদের পূর্ব ঘোষিত কোন কর্মসূচি না থাকলেও জুমার নামাজকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় আজ সতর্ক অবস্থানে ছিলো পুলিশ। এ সময় সাংবাদিকরা মুসল্লিদের ছবি তুলতে গেলে তাঁদের ওপর চড়াও হন সেখানে অবস্থানকারীরা।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম এলাকায় এ ঘটনা ঘটে। ছবি তোলায় মুসল্লিদের অনেকেই সাংবাদিকদের উদ্দেশে বলেন, তারা দেখে একটা, লেখে আরেকটা। ক্যামেরা দিয়ে নজরদারির কারণে তারা ঠিকমতো নামাজ পড়তে পারেননি। এ সময় সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পথে আসারও পরামর্শ দেন মুসল্লিদের কেউ কেউ।

এ প্রসঙ্গে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা জোরদার ছিলো।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital