হেফাযতসহ মুসল্লিদের পূর্ব ঘোষিত কোন কর্মসূচি না থাকলেও জুমার নামাজকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় আজ সতর্ক অবস্থানে ছিলো পুলিশ। এ সময় সাংবাদিকরা মুসল্লিদের ছবি তুলতে গেলে তাঁদের ওপর চড়াও হন সেখানে অবস্থানকারীরা।
শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম এলাকায় এ ঘটনা ঘটে। ছবি তোলায় মুসল্লিদের অনেকেই সাংবাদিকদের উদ্দেশে বলেন, তারা দেখে একটা, লেখে আরেকটা। ক্যামেরা দিয়ে নজরদারির কারণে তারা ঠিকমতো নামাজ পড়তে পারেননি। এ সময় সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পথে আসারও পরামর্শ দেন মুসল্লিদের কেউ কেউ।
এ প্রসঙ্গে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা জোরদার ছিলো।