সুনামগঞ্জের ধর্মপাশায় জেলা আ,লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার এম এনামূল কবির ইমন ও তাঁর স্ত্রী ব্যারিস্টার ড, ফারজানা শীলা করোনায় আক্রান্ত হওয়ায় তাঁদের রোগ মুক্তির জন্য ধর্মপাশায় শতাধিক মসজিদে মিল্লাদ ও দোয়া পড়ানো হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় শতাধিক মসজিদে উপজেলা আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক শামীম আহম্মেদ মুরাদের নের্তৃত্বে উপজেলা আ,লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এ দোয়া ও মিল্লাদ মাহফিলের আয়োজন করে।
উপজেলা আ,লীগের যুগ্ম সম্পাদক শামীম আহম্মেদ মুরাদ বলেন, আমাদের প্রীয় নেতা ব্যারিস্টার এম এনামূল কবীর ইমন ও তাঁর স্ত্রী ব্যারিস্টার ড, ফারজানা শীলা তাঁরা দুইজন গত ৪ এপ্রিল থেকে করোনায় আক্রান্ত হয়েছেন। এর পর থেকেই ইমন ভাই ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর স্ত্রী ব্যারিস্টার ড, ফারজানা শীলা নিজ বাসায় হোসেন কোয়ারিন্টানে থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তাঁদের দুইজনেরই শারীরীক অবস্থান অনেকটাই উন্নতি হয়েছে। তিনি আরো বলেন, তাঁরা দুইজনকেই আল্লাহ্ যেন দ্রুত সুস্থ করে তোলেন এ জন্যই আমরা সবক’টি মসজিদে শুক্রবার জুম্মার নামাজের পর দোয়া ও মিল্লাদ মাহ্ফিলের আয়োজন করা হয়।###