টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ভারতে আশ্রয় নিলেন মিয়ানমারের ৬ এমপি

ভারতে আশ্রয় নিলেন মিয়ানমারের ৬ এমপি

জান্তা সরকারের হাতে আটক হওয়ার ভয়ে মিয়ানমারের ৬ এমপি ভারতে আশ্রয় নিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ভারতের এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, গত ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে এখন পর্যন্ত মিয়ানমার থেকে আসা ১৮০০ জনের মধ্যে ৬ এমপি রয়েছেন। তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে আছেন।

নাম প্রকাশ না করার শর্তে দেশটির ক্ষমতাচ্যুত সরকারের সিআরপিএইচ কমিটির উপদেষ্টা বলছেন, আইনপ্রণেতারা মিয়ানমারের চিন ও সাগাইং অঞ্চলের বাসিন্দা। তারা রাজ্য ও ফেডারেল আইন পরিষদের সদস্য। তারা ক্ষমতাচ্যুত এনএলডি’র সদস্য।

তিনি আরো যোগ করেন, এই মুহূর্তে এমপিরা মিয়ানমারে খুবই বিপদের মধ্যে আছেন। তাদেরকে খোঁজা হচ্ছে। সেনারা তাদের খুঁজছে।

এদিকে মিয়ানমারের আইনপ্রণেতাদের ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলছেন, তার কাছে এ সম্পর্কে বলার মতো কোনো তথ্য নেই।

প্রসঙ্গত, মিয়ানমারে সামরিক শাসনবিরোধী বিক্ষোভে নিরাপত্তারক্ষীদের হাতে অন্তত ৬০০ জন প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital