টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত

করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ও লকডাউনের কারণে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজ স্থগিত করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) চারদিনের একটি টেস্ট ম্যাচ এবং পাঁচটি ওয়ানডে ম্যাচের একটি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুবদলের। কিন্তু বাংলাদেশে লকডাউন চলার কারণে সেটি পিছিয়ে দেয়া হয়েছিল ৬ দিন। কিন্তু তাতেও কোনো লাভ হলো না।

কেননা বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে, ১৪ এপ্রিল থেকে লকডাউন আরও কঠোর করা হবে। সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দেশের এমতাবস্থায় আসন্ন এই সিরিজ সম্পন্ন করা প্রায় অনিশ্চিত।

বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, করোনাকালের বিধি-নিষেধ বিবেচনা করে আমরা সিরিজটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে ঈদ-উল-ফিতরের পর সুবিধাজনক সময়ে পিসিবি’র সঙ্গে আলোচনা করে সিরিজটি আয়োজনের চেষ্টা করব।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital