রোববার (১২ এপ্রিল) চারদিনের একটি টেস্ট ম্যাচ এবং পাঁচটি ওয়ানডে ম্যাচের একটি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুবদলের। কিন্তু বাংলাদেশে লকডাউন চলার কারণে সেটি পিছিয়ে দেয়া হয়েছিল ৬ দিন। কিন্তু তাতেও কোনো লাভ হলো না।
কেননা বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে, ১৪ এপ্রিল থেকে লকডাউন আরও কঠোর করা হবে। সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দেশের এমতাবস্থায় আসন্ন এই সিরিজ সম্পন্ন করা প্রায় অনিশ্চিত।
বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, করোনাকালের বিধি-নিষেধ বিবেচনা করে আমরা সিরিজটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে ঈদ-উল-ফিতরের পর সুবিধাজনক সময়ে পিসিবি’র সঙ্গে আলোচনা করে সিরিজটি আয়োজনের চেষ্টা করব।