এ ঘটনায় পুলিশ হন্তারক ছেলেকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাত এগারটার দিকে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।নিহত সরোয়ার মিয়া ওই এলাকার আমজেদ হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সরোয়ার হোসেন দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর তার সাথে স্ত্রী হাসিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে গোলযোগ হয়। সরোয়ার হোসেন উত্তপ্ত কথাকাটাটির এক পর্যায়ে হাসিনাকে মারপিট করে। এ সময় তাদের ছেলে নয়ন হোসেন ঘুমিয়ে ছিল। হাসিনা বেগম ঘুম থেকে ডেকে ছেলেকে মারপিটের বিষয়টি জানালে রাগের বশবর্তী হয়ে নয়ন ঘরের দরজার ডাসা দিয়ে তার পিতাকে মারপিট করে। লাঠির আঘাতে সরোয়ার হোসেন আহত হলে পরে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই সরোয়ার হোসেনকে খুলনায় রেফার করা হয়। খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর কলোহের জের ধরে ছেলে বাবাকে লাঠি দিয়ে আঘাত করায় তিনি মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত নয়নকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।