শনিবার দেশটির পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে এসব গোষ্ঠীর একটি জোট। দেশটির শান প্রদেশের নাউংমন অঞ্চলে ভোরবেলায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী বিদ্রোহী জোটে রয়েছে আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি।
শান নিউজ নামের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় দশজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুয়ি ফি মিয়ায় নামে অপর একটি সংবাদ সংস্থা নিহত পুলিশ সদস্যের সংখ্যা ১৪ বলে জানিয়েছে।
এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।