অভিযুক্ত ধর্ষক ওই গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল বাছেদ (৩০)। এলাকাবাসীরা জানান, ওই কাপড় ব্যবসায়ী বাছেদ দীর্ঘদিন যাবত ওই গৃহবধূর সাথে বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এতে তার ফাঁদে পড়ে সর্বস্ব হারায় গৃহবধূ। তাছাড়াও বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তরঙ্গ মুহূর্তের আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় ওই ব্যবসায়ী।
গ্রাম্য শালিস বৈঠকে গৃহবধূ গ্রামছাড়া হয়ে এক শিশু সন্তানসহ প্রায় এক মাস যাবত খালার বাড়িতে আশ্রয়ে থাকতে হচ্ছে। এরপর ওই গৃহবধূ শুক্রবার রাতে থানায় গিয়ে বাছেদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, গৃহবধূর অভিযোগ পাওয়ার পর তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত করলে পুরো ঘটনা জানা যাবে। আর মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।