টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
শিশুকে বলাৎকারের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

শিশুকে বলাৎকারের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে ফল দোকানে এক শিশু শ্রমিককে (১৩) বলাৎকারের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৩টার দিকে আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে পুলিশ উপজেলার চাটখিল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মো. রাব্বি (১৯), সদর উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সূর্য নারায়ণপুর আমিন হাজী বাড়ির মো. দিদার হোসেন (২৮), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নূর খাঁ গ্রামের ইব্রাহীমদের বাড়ির মো. সুমন (২৬)।

চাটখিল থানা পুলিশ সূত্র জানায়, শিশুটি চাটখিল বাজারে একটি ফলের দোকানে চাকরি করত। একই দোকানের অপর ৩ শ্রমিক দ্বারা ওই ফলের দোকানে সে বালৎকারের শিকার হয়।

এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে শনিবার সকাল সাড়ে ৮টায় নারী ও শিশু নির্যাতন আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন থেকে শিশুটিকে বলাৎকার করে আসছে। এ ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে হুমকিও দেয়া হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital