টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সানি লিওনের মতো স্ত্রী পেয়ে ধন্য : ড্যানিয়েল ওয়েবার

সানি লিওনের মতো স্ত্রী পেয়ে ধন্য : ড্যানিয়েল ওয়েবার

বর্তমান বলিউড সেনসেশন ও সাবেক পর্নতারকা সানি লিওন ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন। এরই মধ্যে এক ছাদের নিচে এক দশক পার করে ফেলেছেন এই দম্পতি। আজ ৯ এপ্রিল ছিল তাদের বিয়ের দশম বার্ষিকী। খবর এনডিটিভির।

বিশেষ এই দিনটি উপলক্ষে ড্যানিয়েল বলেন, এই উন্মাদ পৃথিবীতে বিশেষ করে বিনোদন জগতে সানির লিওনের মতো স্ত্রী পেয়ে আমি ধন্য। সৌভাগ্য যে সে আমার সঙ্গী হয়েছে। সে সঙ্গী হিসেবে অসাধারণ। তিন সন্তানের মা হিসেবেও সে চমৎকার।

এদিকে ড্যানিয়েলের সঙ্গে ছবি পোস্ট করে সানি লিখেছেন, ‘আমার ভালোবাসার মানুষকে ১০তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। আমি প্রার্থনা করি জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে একসঙ্গে পার করব। তুমি আমার শক্তি ও নায়ক। তোমাকে অনেক ভালোবাসি।’

উল্লেখ্য, বিয়ের অন্তত তিন বছর আগে থেকেই সম্পর্কে জড়ান সানি ও ড্যানিয়েল। তাদের একসঙ্গে পথচলার ১৩ বছর কেটে গেছে। তারা বিয়ের আগে তিন বছর প্রেম করেন। এরপর পরিবারের সম্মতিতে বিয়ে করেন। এক পর্যায় তারা পর্ন দুনিয়াকে বিদায় জানায়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital