টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
অভিনেত্রী পায়েলের ওপর হামলা

অভিনেত্রী পায়েলের ওপর হামলা

টলিউড অভিনেত্রী পায়েল সরকারের উপর হামলার অভিযোগ উঠেছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে তার গাড়িও। হামলার সময় গাড়িতেই ছিলেন পায়েল। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই প্রসঙ্গে পায়েল বলেন, গাড়ির কাচ ভাঙার আওয়াজ পেয়ে আমি পেছনে তাকাই। বুঝতে পারছিলাম কেউ হামলা চালাচ্ছে। এমন ঘটনার মুখোমুখি আগে কখনো হইনি। বাইকে করে দুই দুষ্কৃতী এসে হামলা চালিয়েছে। কিন্তু কারা ছিলেন সেটি খেয়াল করিনি।

টলিউড তারকারা এখন ব্যস্ত রাজনীতির মাঠে। তৃণমূল ও বিজেপিতে এখন বিভক্ত তারা। বেহাল পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বলেন, আমাকে তো কেউ মারছে না। আর আমি কারও সঙ্গে ঝগড়াও করছি না। পায়েল কোথায় ঘুরছে আর কেন মারছে জানি না।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital