টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ইরানজুড়ে ১০ দিনের লকডাউন

ইরানজুড়ে ১০ দিনের লকডাউন

Cars line up to enter Dodger Stadium for Covid-19 testing Tuesday, May 26, 2020. The new COVID-19 testing site at Dodger Stadium Tuesday will accommodate three times more people than any other testing site in Los Angeles County. (Photo by David Crane, Los Angeles Daily News/SCNG)

করোনা সংক্রমণ ঠেকাতে শনিবার থেকে ইরানে ১০ দিনের লকডাউন শুরু হয়েছে। দেশটির ৩১টি প্রদেশের ২৩টিতে এই লকডাউন কার্যকর হবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলিরেজা রাইসি জানিয়েছেন, লকডাউনে ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, থিয়েটার ও খেলাধুলার অনুষ্ঠান বন্ধ থাকবে এবং বুধবার থেকে শুরু হওয়া পবিত্র রমজান মাসে লোকজনের জড়ো হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নতুন করে সংক্রমণ বৃদ্ধির জন্য যুক্তরাজ্যে পাওয়া ভাইরাসের ধরনটিকে দায়ী করেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

এছাড়া সংক্রমণ বৃদ্ধির অন্য কারণ হিসেবে তিনি দেশজুড়ে ভ্রমণ, বিয়ে এবং ২০ মার্চে ইরানি নববর্ষের ছুটি উদযাপনকে দায়ী করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রাইসি বলেন, ইরানে এখন ভাইরাসের বৃটিশ ধরনটির কারণেই বেশি সংক্রমণ হচ্ছে। ২৫৭টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital