পাবনার ঈশ্বরদীতে গোলাম রাব্বি নামে এক শিশুর মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
১১ এপ্রিল রোববার বিকেল চারটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। গোলাম রাব্বি ওই এলাকার আজিবার মোল্লার ছেলে। জানা গেছে, উপজেলার সাঁড়া ইউপির গোরস্থান পাড়া এলাকায় দুপুরে বাড়ির পাশেই খেলছিল রাব্বি। পরে হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪ টার দিকে বাড়ির পাশের পদ্মা নদীর পানিতে তার মরদেহ ভেসে ওঠে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি। এজন্য ময়নাতদন্ত ছাড়াই শিশুটির দাফন করতে স্বজনদের বলা হয়েছে। তবে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।