টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মুন্সীগঞ্জে নসিমন উল্টে নারী নিহত, আহত ১২ শ্রমিক

মুন্সীগঞ্জে নসিমন উল্টে নারী নিহত, আহত ১২ শ্রমিক

মুন্সীগঞ্জের মদিনা বাজার ডাকাতিয়া ব্রিজের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামীসহ আহত হয়েছে আরো ১২ শ্রমিক। রোববাব দুপুর ১টার দিকে শ্রমিকদের বহনকারী নসিমন উল্টে এ হতাহত হয়।

নিহত শ্রমিকের নাম লাকী বেগম (২৬)। মুন্সীগঞ্জের মীরকাদিম এলাকায় স্বামীর সাথে ভাড়া থেকে শ্রমিকের কাজ করতেন লাকী। তার স্বামী জাকির হোসেনও (৩৮) আহতদের মধ্যে রয়েছেন। তার অবস্থাও গুরুতর। আহতদের সবাইকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, তারা সবাই শ্রমিকের কাজ শেষ নসিমনে মুন্সীগঞ্জের মীরকাদিমে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে লাকী বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় নসিমনে থাকা বাকি ১০-১২ জন শ্রমিক সবাই আহত হন।

পুলিশের এসআই শ্রী দাস গাইন জানান, ভবন নির্মাণে বালু-সিমেন্ট মিক্সারের কাজ করে ফিরছিলেন তারা। এ বিষয়ে হতাহতদের পরিবারের কেউই মামলা করেনি।

মুন্সীগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital