টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ভেবেছিলাম টিকায় করোনা চলে যাবে : সালমান এফ রহমান

ভেবেছিলাম টিকায় করোনা চলে যাবে : সালমান এফ রহমান

টিকা দিলে করোনা চলে যাবে’- বলে মনে করেছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আজ রোববার তৈরি পোশাক মালিকদের সংগঠন- বিজিএমইএ নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘ভেবেছিলাম টিকায় করোনা শেষ হয়ে যাবে। কিন্তু ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্বে দেখছি দ্বিতীয় দফায় করোনার প্রভাব বেড়েছে। এটি বাড়ায় পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চমৎকার পরিবেশে বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নতুন কমিটির জন্য বড় চ্যালেঞ্জ হবে করোনা মোকাবিলা করা।’

প্রসঙ্গত, সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভারতের সেরাম ইনস্টিটিউটের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ হিসেবে বাংলাদেশে টিকা সরবরাহের কাজ করছে। বাংলাদেশ সরকার সেরাম ইনস্টিটিউট থেকে যে তিন কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনছে, তা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমেই সরবরাহ হচ্ছে। ওই তিন কোটি ডোজের মধ্যে প্রথম চালানে ৫০ লাখ ডোজ হাতে পেয়ে সারা দেশে টিকাদান শুরু করে বাংলাদেশ।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital