মঙ্গলবার কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু এ সংক্রান্ত ফাইলে সই করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষক-কর্মচারী ২০১৯ সালের ৩০ জুনের মধ্যে আবেদন জমা দিয়েছেন তাদের টাকা ছাড় করা হয়েছে। তাছাড়া যেসব মৃত শিক্ষক-কর্মচারীদের নমিনী ২০২০ সালের ৩০ জুনের মধ্যে আবেদন জমা দিয়ে পরবর্তীসময়ে দ্রুত পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের টাকাও ছাড় করা হয়েছে।
মঙ্গলবারই এ সংক্রান্ত নির্দেশ ব্যাংকে পাঠানো হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইন ব্যবস্থায় ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে।