বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহিরচর বারদাগ গ্রামে বাসিন্দা মাসুম আলীর বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। মৃত স্কুলছাত্রদের স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু মুস্তাফিজুর রহমান উপজেলার ১২ দাগের বাসিন্দা মাসুম আলীর ছেলে ও স্থানীয় প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র এবং সিয়াম পাশর্^বর্তী ১৬ দাগের বাসিন্দা বকুল হোসেনের ছেলে ও স্থানীয় প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।
শিশু দুটি পরস্পর আপন খালাতো ভাই বলে জানালেন সিয়ামের চাচা আব্দুল খালেক। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি মো. শাহ জালাল জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১২ দাগের একটি পুকুর থেকে দুইটি শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।