টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ছেলে সন্তানের নাম জানালেন সাকিব

ছেলে সন্তানের নাম জানালেন সাকিব

এক মাস আগে গত ১৫ মার্চ পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ছেলের নাম কী রাখা হবে তখন সে বিষয়ে মুখ খোলেননি তারা। অবশেষে জানা গেলো সাকিবের ছেলের নাম।

বৃহস্পতিবার সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজের ফেসবুক থেকে ছেলের নাম জানিয়েছেন। ‘সাকিব উম্মে আল হাসান’ নামে ফেসবুক পেজে কলকাতা নাইট রাইডার্সের জার্সি শেয়ার শিশির লিখেছেন, ‘আমাদের ছেলে আইজাহ আল হাসানের আজ এক মাস পূর্ণ হওয়ায় অনেক শুভেচ্ছা। তুমি আমাদের ছোট পরিবারকে পরিপূর্ণ করেছো। তুমি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। তোমাকে পেয়ে তোমার বোনেরা অনেক খুশি। তুমি আমাদের পরিবারে ছোট্ট বন্ধু। আলহামদুলিল্লাহ।

প্রথম দুই সন্তান মেয়ের পুত্রসন্তানের বাবা হন সাকিব। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital