টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
লিভারপুলকে বিদায় করে সেমিতে রিয়াল

লিভারপুলকে বিদায় করে সেমিতে রিয়াল

KIEV, UKRAINE - MAY 26: Mohamed Salah of Liverpool falls and lands on his shoulder after a collision with Sergio Ramos of Real Madrid, leading to him going off injured during the UEFA Champions League Final between Real Madrid and Liverpool at NSC Olimpiyskiy Stadium on May 26, 2018 in Kiev, Ukraine. (Photo by Michael Regan/Getty Images)

লিভারপুলকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের সঙ্গে গোলশূন্য ড্র করে জিদানের শিষ্যরা। এই দলটিকেই প্রথম লেগে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে লিভারপুলকে বিদায় করে সেরা চারে পৌঁছে গেল স্প্যানিশ ক্লাবটি।

বুধবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হয়েছিল রিয়াল। পুরো ম্যাচজুড়েই ছিল লিভারপুলের আক্রমণাত্মক ফুটবলের দাপট। সারা ম্যাচে অন্তত ১৫ শট নিয়েছিল তারা, যার মধ্যে মাত্র ৪টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু সবগুলোই দারুণ দক্ষতায় ফেরান রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই রক্ষণাত্মক পরিকল্পনা সাজিয়ে এগুতে থাকে। তাদের দৃঢ় রক্ষণ ভেদ করা সম্ভব হয়নি লিভারপুলের পক্ষে। তবে আচমকা কিছু সুযোগ তৈরি করে রিয়ালও। কিন্তু সেগুলোয় আর গোল হয়নি।

লিভারপুলের ৩টি সুযোগ ছিল নিশ্চিত গোলের। কিন্তু সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেননি মোহাম্মদ সালাহ ও জর্জিনিও ভেইনালদেম। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত লিভারপুল। সাদিও মানের কাছ থেকে পোস্টের কাছে বল পান মোহামেদ সালাহ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তার শট ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

তার দৃঢ়তায়ই প্রথমার্ধে গোল হজম করেনি রিয়াল। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ পেয়েছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র ও করিম বেনজেমাও। কিন্তু তারাও পারেনি বল জালে জড়াতে। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।

৫৬ শতাংশ বলের দখল ছিল লিভারপুলের। লিভারপুল কর্নার পেয়েছিল ১১টি! রিয়াল পেয়েছিল ৩টি।

প্রথম লেগে পাওয়া ৩-১ গোলের জয়ের সুবাদেই সেমিতে উঠে গেছে রিয়াল। সেরা চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পোর্তোকে হারিয়ে সেমিতে ওঠা চেলসি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital