এ ব্যপারে এ ওয়ার্ডের ইউপি সদস্য সোলাইমান হোসেন ও আব্দুস সোবহানসহ এলাকাবাসি গত ২১/০৩/২১ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে তিনি সহকারি কমিশনার(ভুমি)কে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন।
সহকারি কমিশনার (ভুমি) মোঃ মহিদুল হক সরেজমিনে তদন্ত করে ২৮/৩/২১ তারিখে এক পত্রের মাধ্যমে মোঃ মিন্টুকে সরকারি রাস্তা ও খাস সম্পত্তি থেকে ৭ দিনের মধ্যে যে কোন ধরণের স্থাপনা সরিয়ে নিতে বলে ঐ স্থানে লাল নোটিশ লাগিয়ে দেন। কিন্তু এখনো ঐ স্থাপনা সরানো হয়নি। এ ব্যাপারে মোঃ মিন্টু বলেন, আমি তো বলেছি রাস্তা সম্প্রসারণের সময় বিল্ডিং ভেঙ্গে দেব।
সহকারি কমিশনার (ভুমি) মোঃ মহিদুল হক বলেন, আগামী কয়েক দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।