টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পাবনার ফরিদপুরে সরকারি রাস্তায় বিল্ডিং নির্মাণের অভিযোগ

পাবনার ফরিদপুরে সরকারি রাস্তায় বিল্ডিং নির্মাণের অভিযোগ

পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের গোপালনগর ভাটোপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের পুত্র মোঃ মিন্টু প্রাং রাউৎনাগধাপাড়া মৌজার খাস খতিয়াভুক্ত ২৯০৯ নং দাগের সরকারি রাস্তা দখল করে জোরপুর্বক বিল্ডিং নির্মাণ করছে।

এ ব্যপারে এ ওয়ার্ডের ইউপি সদস্য সোলাইমান হোসেন ও আব্দুস সোবহানসহ এলাকাবাসি গত ২১/০৩/২১ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে তিনি সহকারি কমিশনার(ভুমি)কে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন।

সহকারি কমিশনার (ভুমি) মোঃ মহিদুল হক সরেজমিনে তদন্ত করে ২৮/৩/২১ তারিখে এক পত্রের মাধ্যমে মোঃ মিন্টুকে সরকারি রাস্তা ও খাস সম্পত্তি থেকে ৭ দিনের মধ্যে যে কোন ধরণের স্থাপনা সরিয়ে নিতে বলে ঐ স্থানে লাল নোটিশ লাগিয়ে দেন। কিন্তু এখনো ঐ স্থাপনা সরানো হয়নি। এ ব্যাপারে মোঃ মিন্টু বলেন, আমি তো বলেছি রাস্তা সম্প্রসারণের সময় বিল্ডিং ভেঙ্গে দেব।

সহকারি কমিশনার (ভুমি) মোঃ মহিদুল হক বলেন, আগামী কয়েক দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital