সোমবার রাতে ঢাকায় নেওয়ার পথে আহত তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ। নিহত পুতুল মিয়া (৪৫) ওই গ্রামের আব্দুল আহাদ ওরফে সোনাই মিয়ার পুত্র। স্থানীয়রা জানান, রোববার নিহতের চাচা মকসুদ আলীর সঙ্গে প্রতিবেশী লাল মিয়ার পুকুরপাড়ের রাস্তা নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে ভাতিজা পুতুল মিয়াসহ ৬ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় পুতুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে ঢাকায় নেওয়ার পথে মাধবপুরে তিনি মারা যান।
এ ঘটনায় ওসি আলী আশরাফ জানান, দুই পক্ষের সংঘর্ষে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।