টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
৩০০ পরিবারকে ইফতার দিলেন হিরো আলম

৩০০ পরিবারকে ইফতার দিলেন হিরো আলম

বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচিত এক নাম হিরো আলম। বিনোদন দুনিয়ায় কাজের বাইরে অসহায় মানুষের পাশে বহুবার দাঁড়িয়েছেন তিনি। করোনার এই কঠিন সময়ে আরো একবার অসহায় মানুষের আশার আলো হয়ে দাঁড়ালেন হিরো আলম।

নিজ এলাকা বগুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গতকাল থেকে আজ পর্যন্ত মোট ৩০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন তিনি। ইফতার সমাগ্রীর মধ্যে ছিল- মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলা, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় সামগ্রী।

এ ব্যাপারে গণমাধ্যমকে হিরো আলম বলেন, খুব বেশি কিছু করতে পারি নাই। রমজান মাসে সামর্থ্য মতো চেষ্টা করেছি অসহায় বা আর্থিক সমস্যায় যারা রয়েছেন একটু সহযোগিতা করার।

তিনি আরো বলেন, ঈদের পাঁচ দিন আগে থেকেই সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করবো ঠিক করেছি। করোনার কারণে মানুষের হাতে কাজ নাই, টাকা নাই। তাদের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital