টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বিশ্বনাথে কঠোর লকডাউনেও বেসামাল বাজার!

বিশ্বনাথে কঠোর লকডাউনেও বেসামাল বাজার!

করোনাভাইরাস বিস্তাররোধে সরকারের দেওয়া সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাট-বাজার বেসামাল হয়ে উঠেছে। উপজেলা সদরে বেড়েছে মানুষের আনাগোনা। সবজি, ফলমূল, মাছ-মাংসের বাজার ও মুদি দোকানসহ সব খানেই ক্রেতাদের ভিড়।

কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বজায়ের কোনো নির্দেশনা। এখনও মাস্কবিহীন চলাফেরা করছে একাধিক মানুষ। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে যেন জমজমাট চারপাশ। সড়কে কেবল গণপরিবহন ব্যতীত চলছে অন্যান্য সব যানবাহন।

সরেজমিন দেখা গেছে, লকডাউনের আওতামুক্ত নয়, এমন বেশ কিছু খুচরা ব্যবসা প্রতিষ্ঠান আংশিক খোলা হয়েছে। এসব দোকানে কেনাকাটা করতে দেখা গেছে নারী ক্রেতাদের। সবজি, ফলমূল, মাছ-মাংসের বাজার ও মুদি দোকানে ক্রেতা সাধরণের উপস্থিতি আগের তোলানায় অধিক দেখা গেছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ক্রয়-বিক্রয় চলছে সর্বত্র।

ইফতারির দোকানেও রীতিমতো মানুষের জটলা। প্রশাসনের অভিযানেও কমছে না বাইরে আসা জনসাধারণের সংখ্যা। এ অবস্থা চলতে থাকলে করোনা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করছেন উপজেলার সচেতন মহল।

বাজারে আসা কয়েকজন জানান, পেটের দায়ে বাইরে বের হয়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে আসা লোকজন জানান, কখন কোন পরিস্থিতির সৃষ্টি হয়, কে জানে, তাই সাধ্যমতো বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী কিনে রাখছেন।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ প্রশাসনসহ আমরা মাঠে আছি। তা কার্যকরে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত উপজেলার লকডাউন পরিস্থিতি সন্তোষজনক

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital