টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সুনামগঞ্জের হাওরে আগাম বন্যার পূর্বাআবাস দ্রুত ধান কাটার নির্দেশ এম পি রতন

সুনামগঞ্জের হাওরে আগাম বন্যার পূর্বাআবাস দ্রুত ধান কাটার নির্দেশ এম পি রতন

সুনামগঞ্জ জেলার হাওরের নিম্নাঞ্চলে আগামী ২২ এপ্রিল থেকে আশংকাজনক  অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত  হওয়ার আশংকা রয়েছে, আবহাওয়া অধিদপ্তরের ইংগিত বার্তা দিয়েছে বলে  কৃষকদের সতর্কতার নির্দেশ দিয়েছে,  সুনামগঞ্জ ১ আসনের এম পি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ১৯ এপ্রিল ফেসবুকে ট্রেডাস দিয়ে দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্ক সংকেতের একথা বলেছেন। এবং হাওরাঞ্চলের কৃষকরা দ্রুতগতিতে ধান কেটে ঘরে তোলার আহবান জানান।

জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে হাওরাঞ্চলে অপেক্ষাকৃত নিচু জমিতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে দ্রুত গতিতে ধান কাটতে কৃষকদের বলা হয়েছে। এছাড়াও অতিরিক্ত শ্রমিক মাঠে নামিয়ে এই ধান কর্তনের কাজ চালানোর কথা বলা হয়েছে।
এরিমধ্য জেলা প্রশাসক জানিয়েছেন ইতোমধ্যে হাওরাঞ্চলে ৬০ শতাংশ ধান কর্তন সম্পন্ন হয়েছে। এছাড়া এ পর্যাপ্ত অসংখ্যক শ্রমীক হারাঞ্চলের ধান কাটছেন। এখন পর্যন্ত আবহাওয়া  পরিস্থিতি অনুকূলে রয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital