টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
করোনা দুর্যোগেও এপ্রিলের ১৫ দিনে রেমিট্যান্সে রেকর্ড

করোনা দুর্যোগেও এপ্রিলের ১৫ দিনে রেমিট্যান্সে রেকর্ড

প্রবাসী বাংলাদেশিরা বিশ্বব্যাপী চলমান মহামারী করোনা দুর্যোগের প্রভাবের মধ্যেও এপ্রিলের ১৫ দিনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে। আশা করা হচ্ছে, প্রবাসী আয়ের এ গতি অব্যাহত থাকলে চলতি এপ্রিল মাস শেষে রেমিট্যান্স আহরণ ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১১৫ কোটি ৩২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা গত ফেব্রুয়ারি মাসের তুলনায় ৮ এবং গত বছরের এপ্রিল মাসের তুলনায় ৫০.৪০ শতাংশ বেশি। ২০২০ সালে এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার। সেই হিসাবে ১৫ দিনেই পুরো মাসের চেয়ে ৬ কোটি ৩ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে এই এপ্রিলে।

এর কারণ হিসেবে ব্যাংকাররা গণমাধ্যমকে জানিয়েছেন, সব সময় ঈদের আগে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠান। সামনে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহ বাড়বে। এ মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে- প্রত্যাশা তাদের। উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে গত বছরের জুলাই‌ মাসে মাইলফলক রে‌মিট্যান্স পায় বাংলাদেশ। ওই মাসে প্রবাসীরা প্রায় ২৬০ কোটি ডলার রে‌মিট্যান্স পাঠিয়েছিলেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital